বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ল্যাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৫২টি নিম্নমানের ও ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং পরবর্তীতে বিএসটিআই কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এসব পণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইট’ (সিসিএস)।
বুধবার (৮ মে) সিসিএসের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আবেদনের সাথে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কপি ও বিএসটিআই কর্তৃক প্রকাশিত ৫২টি পণ্যের তালিকা সংযুক্ত করা হয়েছে।
এর আগে কেন এসব পণ্য প্রত্যাহার করা হবে না এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে গত সোমবার পাঁচ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছিলো সিসিএস।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়ে ওই নোটিশ পাঠানো হয়।
কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও সংশ্লিষ্টরা কোনো উত্তর না দেয়ায় মঙ্গলবার এ রিট আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ও ৪ মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে- বিএসটিআই সম্প্রতি ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যেখানে ৫২টি পণ্য নিম্নমানের ও ভেজাল রয়েছে। গত ২ মে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করে বিএসটিআই। পরবর্তীতে বিএসটিআইয়ের ওই তালিকা সংগ্রহ করে সিসিএস।
সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএসটিআই। কিন্তু তাদের সংশ্লিষ্ট পণ্যসমূহ জব্দ না করে শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে ওই সব নিম্নমাণের পণ্য বাজারে বিক্রির সুযোগ করে দেয়া হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাক্ষরিত
পলাশ মাহমুদ
নির্বাহী পরিচালক, সিসিএস
০১৯১৮৭৯৩৪৫
পলাশ মাহমুদ বলেন, ভেজাল বা নিম্নমানের পণ্যের বিরুদ্ধে বিএসটিআই ছাড়াও খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের ব্যবস্থা নেয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠান ওইসব পণ্য জব্দ বা প্রত্যাহার বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উল্লেখ করার মতো কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ভোক্তার কাছে এসব নিম্নমানের ও ভেজাল পণ্য বিক্রি হচ্ছে। যা অবিলম্বে বন্ধ ও বিএসটিআই-এর পরীক্ষায় অনুত্তীর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহার করা প্রয়োজন।
সাক্ষরিত
পলাশ মাহমুদ
নির্বাহী পরিচালক, সিসিএস
০১৯১৮৭৯৩৪৫
বার্তা প্রেরক
জয়ন্ত কৃষ্ণ জয়
ম্যানেজার
আউটরিচ ও কমিউনিকেশন বিভাগ (সিসিএস)
Our Locations 106/A, Green Road, Farmgate
Dhaka, Bangladesh
+88 01977 453 653
info@ccsbd.net
Lorna Office Complex (2nd Floor)
95, New Eskaton Road
Dhaka - 1205, Bangladesh
+88 01977 453 653
info@ccsbd.net
Design and Developed by